ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় দুর্নীতি কমেছে: খাদ্যমন্ত্রী
ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় দুর্নীতি কমেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে সরকারের সর্বস্তরে ই-সার্ভিস চালু হওয়ায় দেশের সব মানুষ সুফল ভোগ করতে শুরু করেছে। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকলেও অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে। ঘরে বসে দেশের সব প্রান্তে এমনকি বিদেশে আমরা সব কার্যক্রম পরিচালনা করেছি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেছিলেন। অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিলেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছিল ডিজিটাল বাংলাদেশ কী? অথচ, এখন তারাই এ প্রক্রিয়া ব্যবহার করে সব সুযোগ-সুবিধা ভোগ করছেন।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল ওয়াদুদসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুপ্রেরণার বাতিঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আব্বাস আলী/আরএইচ/জিকেএস