ঝিনাইদহে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

jagonews24

স্থানীয়দের বরাত দিয়ে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জাগো নিউজকে বলেন, রঘুনাথপুর ইউনিয়নে শ্রীফলতলা গ্রামের সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে একটি চায়ের দোকানে নির্বাচনের ভোট চাওয়া নিয়ে সাইদুলের সমর্থক জমির লস্কারের সঙ্গে রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ওসি আরও বলেন, সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।