খাবার খেয়ে হাসপাতালে তাবলিগ জামাতের ৮ সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

খাবার খেয়ে বরগুনার বেতাগীতে তাবলিগ জামাতের আট সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে পৌর শহরের ইফরান মৌলভী বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে। তাদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- জামালপুরের ইব্রাহিম খলিল (৬৫), শহীদুল্লাহ (৬৯, শাহাবুদ্দিন (৬০), সাইদুর রহমান (৬৮), চাঁদপুরের আনোয়ার হোসেন (৫৯), ঢাকার বসুন্ধরার মাহামুদুল হাসান (৬০), সোনাইমুড়ির আবুল বাসার (৬২) ও কামাল হোসেন (৫০)।

jagonews24

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৭ সদস্যের একাটি দল ওই মসজিদে ওঠে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার সময় তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের ধারণা, রাতে খাবারের সঙ্গে চেতনাশক খাইয়ে সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, গুরুতর অসুস্থদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।