চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) সকালে পৌর এলাকার পিঠালিতলা ও সন্ধ্যায় রানিহাটি বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জালমাছমারি এলাকার মৃত রুস্তম আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৮) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের রানিহাটি বাজারে সোনা মসজিদ থেকে ছেড়ে একটি পাথরবোঝাই ট্রাক সাইকেল আরোহীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে তার শরীর দুই ভাগ হয়ে যাওয়ায় পরিচয় জানা যায়নি।
এর আগে উপজেলার পিঠালীতলায় নিজের ট্রলি নিয়ে ক্ষেতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মারা যান আমিনুল ইসলাম।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান সড়ক দুর্ঘটনা দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস