বান্দরবানে অপহৃত জেএসএস নেতার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

বান্দরবানের কুয়ালং ইউনিয়নের চেমী ডলু পাড়া থেকে অপহৃত প্রু শে থোয়াই মারমার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে রাজভিলা ইউনিয়নের আমতলী পাড়া ও গলাচিপা পাড়ার মধ্যবর্তী এলাকায় স্থানীয়দের সহায়তায় মরদেহটির সন্ধান পায়।

সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, রোববার রাত ৯টায় পশ্চিম ডলুপাড়া এলাকা থেকে মারমা ন্যাশনালিস্ট পার্টির (এমএনপি) একটি সশস্ত্র সন্ত্রাসী দল প্রু শে থোয়াই মারমাকে (৩৬) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। তিনি পাহাড়ি আঞ্চলিক সংগঠন পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস মূল) বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।