বালিশচাপায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুরে স্ত্রী হত্যায় নাসির উদ্দিন ওরফে নান্নু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক এবিএম গোলাম রসুল এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি নাসির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। তিনি জেলার মহাদেবপুর উপজেলার কাশিবাড়ী কৃষ্ণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সঞ্জীব সরকার জানান, ১৪ বছর আগে মহাদেবপুর উপজেলার কাশিবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাসির উদ্দিনের সঙ্গে স্বরসতীপুর গ্রামের আব্দুস কুদ্দুসের মেয়ে পারুল আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। পরে কাশিবাড়ী কৃষ্ণপুর গ্রামের ময়নুদ্দিনের মেয়ে শারমিন আক্তারকে গোপনে বিয়ে করেন নাসির উদ্দিন। দ্বিতীয় বিয়ের খবরটি জেনে পারুল আক্তারের স্বামীর সঙ্গে মনোমালিন্যের হয়। এ ঘটনার জেরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত।

পারিবারিক কলহের জেরে পারুল আক্তারকে মাঝেমাঝেই শারীরিক নির্যাতন করতেন নাসির উদ্দিন। ২০১৮ সালের ১২ জুন রাতে নাসির উদ্দিন স্ত্রী পারুল আক্তারের ঘাড় মটকিয়ে ও পরে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে লোকজনকে জানিয়ে তড়িঘড়ি করে মরদেহ দাফনের চেষ্টা করেন।

এ ঘটনায় পারুল আক্তারের মামা আবুল কালাম আজাদ বাদী হয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে পারুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নাসির উদ্দিন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ২০১৮ সালের ৮ অক্টোবর নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১৪ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

আব্বাস আলী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।