ফেনীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

ফেনীতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় কামরুল হাসান নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফের আদালত এ রায় দেন।

দণ্ডিত কামরুল হাসান ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বরইয়া গ্রামের তনু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি হাজির ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সুলতানপুর সুইপার কলোনীর সামনে থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন কামরুল হাসান। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই হাক্কানী বাদী হয়ে মামলা করেন। একই বছরের ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দেন এসআই মো. মাহবুবুর রহমান। পরে ৫ জনের সাক্ষ্যগ্রহণের পর শেষে ৯ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার দিন ধার্য্য করেন আদালত।

আদালতের ব্যাঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

নুর উল্লাহ কায়সার/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।