নির্বাচন করা হলো না মেম্বার পদপ্রার্থী হারুনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হারুনুর রশীদ

নির্বাচন করার আগেই না ফেরার দেশে চলে গেলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হারুনুর রশিদ হারুন (৪৯)।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হারুনুর রশিদ ১ নম্বর ফতেপুর ইউনিয়নের চরকারপাড় গ্রামের রফিক মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে খাওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন হারুনুর রশিদ। পরে পরিবারের সদস্যরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হারুনুর রশীদ আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ওই ওয়ার্ডে আরও পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আব্দুল আজিজ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।