মঠবাড়িয়ায় আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে হত্যার হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১০:১৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদ থেকে সরে দাঁড়াতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নাছির হাওলাদারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় নাছিরের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

রোববার (১২ ডিসেম্বর) সকালে তাকে অপরিচিত মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন এ প্রার্থী।

নাছির হাওলাদার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আবারও নির্বাচন করছেন।

নাছির জানান, ১২ ডিসেম্বর সকালে তাকে অপরিচিত মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়। বলা হয়, প্রার্থী থেকে সরে না দাঁড়ালে হত্যা এবং ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।

অভিযোগ করে নাছির বলেন, যে ভদ্রমহিলাকে মাছুয়া ইউনিয়নে নৌকা প্রতীক দেওয়া হয়েছে, তার স্বামীর বাড়ি শরণখোলা থানায়। আমি পাঁচ বছর মানুষের জন্য কাজ করেছি। জনগণই আমাকে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। অজ্ঞাতনামা ওই হুমকিদাতা মঠবাড়িয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং ঢাকার বহিষ্কৃত এক সাবেক ছাত্রনেতার নাম ব্যবহার করেছেন। নিরাপত্তাহীনতার মধ্যে থাকলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবো না।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নাছির হাওলাদার। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

খোঁজ নিয়ে জানা গেছে, এ ইউনিয়নে নির্বাচন পূর্ব সহিংসতার আশঙ্কায় বড় মাছুয়া বাজারে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের পাশাপাশি পুরো বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

৫ জানুয়ারি মঠবাড়িয়া উপজেলার ৪ ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মোট ২৯০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ১৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।