ফরিদপুরে ১০৩ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফরিদপুরে ১০৩ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

jagonews24

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোল্যা, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হেলাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় অবসরপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা পুলিশ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, এনামুল হক, ইমারত হোসেন, আব্দুস সালাম, তোতা মিয়া যুদ্ধস্মৃতি শোনান। পরে বীরমুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।