আইনশৃঙ্খলা মিটিংয়ে সাংবাদিকদের হুমকি উপজেলা আ’লীগ সভাপতির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১

নওগাঁর বদলগাছীতে আইনশৃঙ্খলা মিটিংয়ে সাংবাদিকদের হুমকি ও কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুর বিরুদ্ধে। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মিটিংয়ের সেই বক্তব্যটি রেজুলেশনের ৩নং পাতায় কোড করা হয়।

চলতি মাসের আইনশৃঙ্খলা মিটিংয়ের সভা গত ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের হাতে গত মাসের সভার রেজুলেশনের কপি দেওয়া হয়। কপি হাতে পাওয়ার পর সবাই দেখেন সাংবাদিকদের হুমকিমূলক কথা উপজেলা আওয়ামীলীগ সভাপতির বক্তব্যে কোড করা হয়েছে। সভাপতির এমন বক্তব্যে উপজেলার সাংবাদিক ও আইনশৃঙ্খলা কমিটির অনেক সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

রেজুলেশেনে উল্লেখ করা হয়েছে, ‘কিছু সাংবাদিক আছে মাঝে মাঝে সীমা অতিক্রম করে এবং অবৈধ উপায়ে রোজগারের একটা পথ বের করার চেষ্টা করে। আমরা সমন্বিতভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দিন দিন বেড়ে যেয়ে দুঃসাহসিকতার পরিচয় দিবে।’

এ ব্যাপারে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কিছু বলিনি। মিটিংয়ে বলেছিলাম, ‘একজন সাংবাদিক পেশাগত দায়িত্বের বাহিরে কাজ করছেন। এখান থেকে বিরত থাকা দরকার। এর বাহিরে কোনো কথা বলিনি।

তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজুলেশনে বেশি বেশি লিখছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ইউএনও’র সঙ্গে দেখা করে বললাম -আমিতো সাংবাদিককে হুমকি বা কটূক্তিমূলক কোনো কথা বলিনি। ইউএনও আমার ওপর দিয়ে রেজুলেশন করেছেন।’

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আব্বাস আলী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।