বিজয়ের অনুষ্ঠানে হিন্দিগানের তালে নাচ, সমালোচনার ঝড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১
হিন্দিগানের তালে নৃত্য পরিবেশন করছে এক কিশোর। ভিডিও থেকে নেওয়া

বরগুনার আমতলীতে শিক্ষাপ্রতিষ্ঠানে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিজয়ের দিনে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজানোয় সমালোচনার ঝড় বইছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দি গানের তালে তালে নাচ শুরু হয়।

১ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিজয় অনুষ্ঠানের আলোচনা মঞ্চের সামনে হিন্দিগানের তালে তালে নৃত্য পরিবেশন করছে এক কিশোর। মঞ্চে অতিথিরা বসা। প্যান্ডেলভর্তি শিক্ষার্থী। তারাও গানের তালে উচ্ছ্বাস প্রকাশ করছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানে আসা অনেকে। আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মোল্লা জাগো নিউজকে বলেন, ‘আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

জানতে চাইলে সোনাখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ মিয়া জাগো নিউজকে বলেন, ‘বিষয়টা খুবই দুঃখজনক। এটা ভুলক্রমে হয়ে গেছে আমাদের।’

আমতলী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট এ কে এম শামস উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আজকের এই দিনে হিন্দিগানে ড্যান্সের প্রশ্নই আসে না। আজ দেশাত্মবোধক গানের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।’

এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের বক্তব্য পাওয়া যায়নি।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।