ভোট চুরি হলে আত্মহত্যার হুমকি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৮ ডিসেম্বর ২০২১
সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন

ফেনীর সোনাগাজীতে ভোট চুরি হলে আত্মহত্যা করে এর প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী সামছুল আরেফিন।

তিনি টানা দুইবার সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন।

চেয়ারম্যান প্রার্থী সামছুল বলেন, ‘আমি মানুষের ভোটে দুইবার চেয়ারম্যান হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। মানুষ এখনো আমাকে ভোট দেবে। আমি ইতোমধ্যে শুনতে পাচ্ছি আমাদের নৌকার প্রার্থীকে বহিরাগত লোক এসে নির্বাচিত করে দেবে। কিন্তু তিনি কীভাবে নির্বাচিত হবেন আমি জানি না।’

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এভাবে কিছু ঘটে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি আত্মহত্যা করে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দেবো যে, আমি চাই এখানে ফেয়ার নির্বাচন হোক। বহিরাগত কোনো সন্ত্রাসী যেন আমার নির্বাচনী এলাকায় না প্রবেশ করে।’

এর আগে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর নিজের জন্য দলীয় প্রতীক নৌকা না পেয়ে উপজেলা আওয়ামী লীগের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন চেয়ারম্যান সামছুল আরেফিন।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সোনাগাজীর নয়টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সোনাগাজী সদর ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সামছুল আরেফিনসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে নৌকা প্রতীকে উম্মে রুমা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।