নাতিকে নিয়ে নৌকা চালালেন পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদীতে নাতি পাসকেল মান্নানকে নিয়ে নৌকা চালিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মন্ত্রী ডুংরিয়ায় নিজ বাড়ির পেছনে নাইন্দা নদীতে নৌকা চালিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠেন।

Planning Minister

জানা গেছে, শনিবার ভোর ৫টা ১০ মিনিটে সিলেট রেলস্টেশন থেকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ির উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন। পরে বাড়ি পৌঁছে বিশ্রাম নিয়ে সকালে বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেলা সাড়ে ১১টায় নাতি পাসকেল মান্নানকে নিয়ে নৌকা চালিয়ে নাইন্দা নদীতে ঘুরতে নামেন।

এ সময় নৌকা থেকে নেমে তিনি ছেলে সাদাত মান্নান অভি ও নাতি পাসকেল মান্নানের উদ্দেশ্যে বলেন, অল্প একটু সময় নিজ বাড়ির পেছনের নদীতে নিজের হাতে নৌকা চালিয়ে যে কত আনন্দ পাই- তা বলে বোঝানো যাবে না। অল্প একটু সময়ের আনন্দ আমার কাছে অনেক, যা প্রকাশ করার মতো নয়।

Planning Minister

বাবার নৌকা চালানোর আনন্দের কথা শুনে আর তর সইলো না পরিকল্পনা মন্ত্রীর ছেলে সাদাত মান্নান অভি। পরে তিনি নিজেও নাইন্দা নদীতে ছেলে পাসকেল মান্নানকে নিয়ে নৌকা চালান।

সাদাত মান্নান অভি বলেন, আমার বাবা খুব পরিশ্রমী একজন মানুষ। তিনি যতবার শান্তিগঞ্জে আসেন ততবার নৌকা নিয়ে ঘুরতে বের হন।

লিপসন আহমেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।