ভাতের অভাবে আ’লীগ সরকারের আমলে মানুষ মারা যায়নি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভাতের অভাবে আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ মারা যায়নি। মানুষের আয়ের পরিবর্তন হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, আগামী স্বাধীনতা দিবসের আগেই বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হবে মুক্তিযুদ্ধ স্মার্টকার্ড। বাদ পড়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১০টার দিকে বরগুনা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প কার্যক্রমের সূচনা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। এর পরপরই সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসন আয়োজিত সুবর্ণজয়ন্তীর বিস্তারিত কর্মসূচির মধ্যে জেলার ১২৫০ জন বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ক্রেস্ট দেন তিনি।

এসময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন, সাবেক বরগুনা পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ মিয়া, বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট হাবিবুর রহমান।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।