বৌভাতের দিনই স্বামীকে তালাক দিলেন স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের একদিনের মাথায় বিচ্ছেদের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজার পাড়ায় এ ঘটনা ঘটে। তবে বিচ্ছেদের কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার চৌডালা ইউনিয়নের অনার্স পড়ুয়া এক মেয়ের সঙ্গে গোমস্তাপুর ইউনিয়নের এক যুবকের শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। শনিবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজনও করা হয়। এরই এক পর্যায়ে কনে ওই যুবককে তালাকের সিদ্ধান্ত নিয়ে তার স্বজনদের জানান। পরে রাতে উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পাদন করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তালাক সম্পাদন করা সংশ্লিষ্ট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় ফোন করে আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে একটি বাড়িতে ডাকা হয়। বলা হয় এক দম্পতির তালাক করাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আমি ওই বাড়িতে যাই। পরে জানতে পারি তাদের গতকালকেই বিয়ে হয়েছিল, আজ বউ তালাক চাইছেন। তবে আমি বারবার এর কারণ জানতে চাইলেও কেউই বলতে রাজি হননি।

সোহান মাহমুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।