সুনামগঞ্জে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন সুনামগঞ্জ আদালত।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম মামলার আবেদনটি খারিজের রায় দেন।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাশুক আলম জানান, ন্যায় বিচারের আশায় আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলাম। কিন্তু সে মামলার আবেদনটি আদালত খারিজ করে দিয়েছেন। মামলাটি গ্রহণ করার পর্যাপ্ত তথ্য ছিল। তবে আদালত মামলাটি আমলে না নেওয়ায় আমারা ন্যায় বিচার পাইনি।

এর আগে দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলার আবেদনটি করেন। মামলার আবেদনে মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের ছিলো।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।