বরগুনায় জব্দ ৯০০ কেজি জাটকা গেলো এতিমখানায়
বরগুনার আমতলীর ফায়ার সার্ভিস এলাকা থেকে একটি বাস তল্লাশি করে ৯০০ কেজি জাটকা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি বাস তল্লাশি করে ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ/জিকেএস