গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৪৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জাহাঙ্গীর সরকারকে (সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’

বহিষ্কারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

জাহাঙ্গীর সরকার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল হোসেন সরকারের ছেলে।

জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২৫ হাজার ইয়াবা ও জাহাঙ্গীর সরকারের গাড়ি জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে এসব ইয়াবার চালান এনে তারা গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারের হাতে তুলে দেন। তার হাত ধরেই জেলার বিভিন্ন উপজেলায় থাকা মাদক বিক্রেতাদের মাধ্যমে হাতবদল হয়ে তরুণ সমাজসহ মাদকসেবীদের হাতে পৌঁছে যায় ইয়াবা।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) জাহাঙ্গীর সরকারের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম কাজল বলেন, যাত্রাবাড়ী থানায় গত ১৮ ডিসেম্বর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরির্শক (এসআই) রিপন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। এ মামলায় চারজন অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার ৫ নম্বর আসামি জাহাঙ্গীর সরকার। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

আমিনুল ইসলাম/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।