ফরিদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩৬ এএম, ২১ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই যুবকের নাম সম্রাট মাতুব্বর (২৩)। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের ভটরকান্দা গ্রামের সুরুজ মাতুব্বরের ছেলে।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের ভটরকান্দা ও বিভাগদী বাজারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। চাপাতির কোপে জখম অবস্থায় সম্রাটকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্রাটের বড় ভাই মো. সোহেল মাতুব্বর জাগো নিউজকে বলেন, আগে থেকে ওত পেতে থাকা ৪-৫ জনের একটি ছিনতাইকারী দল ঘটনাস্থলে সম্রাটের ওপর অতর্কিত হামলা চালায়। চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এর মধ্যে ১-২ জন ছিনতাইকারীকে চিনতে পেরেছে সম্রাট। এ ঘটনায় সালথা থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, অভিযোগ দায়ের করার পর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।