ভ্যান-সবজি নিয়ে চার অসহায়ের পাশে সাবেক ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
চার অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীকে ভ্যানগাড়ি ও সবজি দিলেন সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা এরশাদ

চার অহসায় ক্ষুদ্র ব্যবসায়ীকে ভ্যানগাড়ি ও পুঁজি হিসেবে দাঁড়িপাল্লাসহ ১৫ পদের সবজি দিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে শহীদ বরকত স্টেডিয়ামের সামনে এসব বিতরণ করা হয়।

jagonews24

এ সময় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল, সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরত উল্লাহ, ওই ওয়ার্ডের ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক দীপক দত্ত, ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন মাসুম, রুমি সরকার, কাজী আশরাফুল ইসলাম রকিব, মোশারফ হোসেন, ফারুক হোসেন প্রমুখ।

মাসুদ রানা এরশাদ বলেন, শেখ হাসিনা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কর্মসূচি নিয়েছেন তার অংশ হিসেবে পুঁজিহীন দরিদ্র ও অসহায় চারজনকে চারটি ভ্যানগাড়ি এবং পূঁজি হিসেবে দাঁড়িপাল্লাসহ ১৫ ধরনের সবজি দেওয়া হয়।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।