হেলপারের মাথা পিষে চলে গেলো বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:১২ পিএম, ২২ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা লোকাল বাস দিগন্ত ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে সরাইলের ইসলামাবাদ নামক এলাকায় বাসের দরজায় থাকা হেলপার ছিটকে মহাসড়কে পড়েন। এসময় ওই বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, এই ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫/৩০ বছর হবে।

আবুল হাসনাত/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।