ফেনসিডিলের বোতল হাতে ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২২ ডিসেম্বর ২০২১
ছাত্রলীগ নেতা নাহিদ শিকদারের হাতে ফেনসিডিলের বোতল

ফেনসিডিল হাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উৎপল দাশসহ বেশ কিছু ফেসবুক আইডি থেকে এ ভিডিও প্রকাশ করা হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। তবে নাহিদ শিকদারের দাবি, এ ছবি কেউ এডিট করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ফেনসিডিলের বোতল হাতে নিয়ে আম বাগানে হাঁটছেন ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার এবং মাদকসেবনের জন্য প্রস্তুত হচ্ছেন।

এর আগেও নাহিদ শিকদারের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় চাঁদাবাজি এবং ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার জাগো নিউজকে বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল সম্মান নষ্টের লক্ষ্যে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।

সোহান মাহমুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।