বেনাপোলে অস্ত্রসহ দুই যুবক আটক
অস্ত্রসহ দুই যুবক আটক
যশোরের বেনাপোলে চারটি পিস্তল, ৩৮ রাউন্ড গুলি ও আটট ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে পোর্ট থানার দীঘিরপাড় গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল মমিনের ছেলে আজিজুর (২৮) ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ (৩০)।
র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ জানান, ওই এলাকার একটি একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় র্যাব। এ সময় দুই যুবককে আটকের পর তাদের দেহ তল্লাশি করে পিস্তল, গুলি ও ম্যাগজিনগুলো উদ্ধারগুলো করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম