কুষ্টিয়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত, ট্রাক মালিককে গণপিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক মালিককে আটকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় জনতা। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা মোড় এলাকায় রাস্তায় রিকশার ওপর বসেছিলেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। এসময় কুষ্টিয়া শহর থেকে একটি ট্রাক মোড় ঘুরতে গিয়ে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই রিকশাচালক। এসময় ট্রাকটি পালিয়ে যেতে চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে কিছু দূরে ট্রাকের মালিক জীবন হোসেনকে গণধোলাই দেন স্থানীয়রা। পরে আহতাবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আল মামুন সাগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।