চার মাস কারাভোগের পর ভারতীয় ১৩ জেলের মুক্তি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

চার মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় ১৩ জেলে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার পাণ্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ভারতীয় ১৩ জেলেসহ ‘এফ বি পিতা-মাতার আশীর্বাদ’ নামের একটি ট্রলার জব্দ করে কোস্টগার্ড। একই দিন তাদের নামে মামলা দিয় বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ প্রায় চার মাস কারাভোগের পর তারা আজ মুক্তি পেয়েছে।

মক্তিপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- মোহন দাস, রুবেল দাস, বিধান দাস, অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরাঙ্গ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস। তাদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনায় বলে জানান ওসি।

মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।