ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কে কাঠবোঝাই ভটভটি (ইঞ্জিনচালিত ছোটযান) উল্টে ইসমাইল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোহাম্মদ বিশু মিয়ার ছেলে।

আমনুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উসমান গণি এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে নাচোল উপজেলা থেকে কাঠবোঝাই ভটভটিটি চাঁপাইনবাবগঞ্জে আসছিল। এসময় টংপাড়ার এলাকায় সামনের চাকা ফেটে গেলে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এতে ভটভটিতে কাঠের ওপরে বসে থাকা ইসমাইল হোসেন নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।