ঘাসক্ষেতে পড়ে ছিল ডাকাতি মামলার আসামির মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল মান্নান (৬০) নামের অস্ত্র-ডাকাতি মামলার আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কালিগঙ্গা নদী পাড়ের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান উপজেলার তালেবপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত ইফাজ উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন বলেন, আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তবে গ্রেফতার এড়াতে তিনি গভীর রাত পর্যন্ত আশপাশে লুকিয়ে থাকতেন। এদিকে গত কয়েকদিন ধরে স্থানীয় ইউসুফ আলী, শাম মিয়া, বিরচন, ছবেদ আলী, মুকছেদ ও বছিরের জমি থেকে ঘাস চুরি হচ্ছিল। চুরি ঠেকাতে তারা লাঠি-সোটা নিয়ে পাহারা দিতেন। বুধবার রাত ৮টার দিকে আমার স্বামী একটি কাচি হাতে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার ভোরে আশপাশের বাড়িতে খুঁজতে থাকি। না পেয়ে একপর্যায়ে কালিগঙ্গা নদী পাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় ইউসুফ আলীর ঘাসক্ষেতে মরদেহ দেখতে পাই। ওই ঘাসক্ষেতের লোকজনই আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।