দুর্গাপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
রাজশাহীর দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালের দিকে দুর্গাপুর পৌর এলাকার রৈপাড়ায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে রায়হানের পক্ষের ১২ ও হান্নানের পক্ষে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন, রইস উদ্দিন (৬৫), মো. শহীদ (৫৫), আয়েশা বেগম (৩৫), শহিন আলী (২৮), মো. শাকিল (২১), ফুলঝুরি (৬০), শাহিনুর বেগম (২৮), ওসমান আলী (২১), মোলায়েম হোসেন (৫৩), শ্যামলী (২৭), শেফালী (৪৫), আব্দুর রহিম (৫০), রোজিনা (৩০) ও আবান (৪২)।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, রৈপাড়া এলাকার মো. রায়হান আলী ও মো. আব্দুল হান্নানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ইতিমধ্যে থানা পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে দুই পক্ষকে জমির সীমানা নির্ধারণও করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সেই জমিতে আব্দুল হান্নান কাজ করছিলেন। কিন্তু তার তৈরি ঘর প্রতিপক্ষ রায়হানের জমির উপর ওপর চলে আসে। এ সময় রায়হানের পরিবারের লোকজন প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় দু’পক্ষই দেশীয় লাঠিসোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রায়হানের পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।
ফয়সাল আহমেদ/এএইচ/জেআইএম