বহিরাগত নিয়ে মহড়া দিচ্ছেন রাব্বানী, অভিযোগ যুবলীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:৪০ এএম, ২৪ ডিসেম্বর ২০২১

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুর রহমান।

তার অভিযোগ, ইউপি নির্বাচনকে ঘিরে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গোলাম রাব্বানী বহিরাগতদের নিয়ে এলাকায় মহড়া দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।

আরিফুর রহমান ইশিবপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি চেয়ারম্যান পদেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার নির্বাচনী প্রতীক আনারাস।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় তার নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলন করেন। তার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা উপস্থিত।

সংবাদ সম্মেলনে আরিফুর রহমান বলেন, গোলাম রাব্বানী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এলাকায় এসে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বহিরাগতদের নিয়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে, যা সুষ্ঠু ভোটের অন্তরায়।

তবে অভিযোগের ব্যাপারে জানতে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাসিরুল হক/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।