ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
হাসপাতালে নেওয়া হয় রোমানকে

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডায় রোমান (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বন্ধু।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের কাজিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, রোমান অটোরিকশার চালানোর পাশাপাশি কসাইয়ের কাজ করতেন। তার সঙ্গে বন্ধুত্ব ছিল একই এলাকার আরেক রিকশাচালক হোসাইন মিয়ার। হোসাইন একই এলাকার শিশু মিয়ার ছেলে। দুজনই বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে কসাইয়ের কাজ করতে যান। সেই কাজের ৪০০টাকা হোসাইন পাওনা ছিলেন রোমানের কাছে।

এ নিয়ে শুক্রবার রাতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে হোসাইন স্থায়ী একটি চায়ের দোকানে রোমানকে পেয়ে ছুরিকাঘাত করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় হোসাইন মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।