কক্সবাজারে হোটেল বুকিং দিতে দেখাতে হবে এনআইডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে হোটেল বুকিং দিতে এনআইডি প্রদর্শন ও ফটোকপি জমা নেওয়া বাধ্যতামূলক করেছে প্রশাসন/ফাইল ছবি

কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে পর্যটকরা মাঝে মধ্যেই নানা ধরনের হয়রানির শিকার হন। এমনিতেই অচেনা জায়গা তার ওপর কেউ যদি প্রথমবার যান তাহলে তো বিড়ম্বনা আরও বেশি। কখনো কখনো আবাসিক হোটেলগুলোতে চলে অবৈধ কর্মকাণ্ড।

এসব জায়গায় থাকতে গিয়ে অজান্তে জড়িয়ে পড়েন বিভিন্ন ঝামেলায়। এসব অবৈধ কর্মকাণ্ড এড়াতে এবার কক্সবাজারে হোটেল বুকিং দিতে ও থাকতে পর্যটককে দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ‘কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার মানোন্নয়ন’ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পর্যটকদের হয়রানি রোধ, নিরাপত্তা ও সেবার মান বাড়াতে সাতটি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সিদ্ধান্তগুলো হলো-

>> সব আবাসিক হোটেলে রুম বুকিং দেওয়ার সময় পর্যটকদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও ফটোকপি জমা নেওয়া বাধ্যতামূলক করতে হবে;
>> আবাসিক হোটেলগুলোতে অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করতে হবে;
>> প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে;
>> পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে ও সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্প ডেস্ক স্থাপন করতে হবে;

>> প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু ও জোরদার করতে হবে;
>> হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং ও সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে;
>> হোটেল-মোটেল মালিক সমিতি জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মো. রেজাউল করিম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরসহ পর্যটনশিল্প ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।