সোনাগাজীর সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
ফেনীর সোনাগাজী উপজেলার ৯ ইউনিয়নে রোববার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হলেও ভোটারদের মাঝে বহিরাগত আতংক কাটছে না। এছাড়া ৯ ইউপির ৯১ কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন।
ভোটাররা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোনাগাজীতে বহিরাগতদের অবাধ চলাফেরা করতে দেখা যাচ্ছে। দলীয় বহিরাগত নেতা-কর্মীরা বিভিন্ন কেন্দ্র ও আশপাশে রেকি করছে। কেন্দ্র দখল ও ভোটারদের ভয়ভীতির চেষ্টা চলছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক জানান, ৯টির মধ্যে মঙ্গলকান্দি ও মতিগঞ্জ ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি সাতটিতে চেয়ারম্যান পদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯ ইউপিতে সংরক্ষিত সদস্য পদে ৯৩ এবং সাধারণ সদস্য পদে ৪২১ প্রার্থী ভোটাভোটির মাঠে রয়েছেন।
তিনি আরও জানান, উপজেলায় মোট দুই লাখ ছয় হাজার ৪২ ভোটার রয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, নির্বাচন সুস্ঠু করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত র্যাব, বিজিবি টহল নিশ্চিত করা হয়েছে।
নুর উল্লাহ কায়সার/এএইচ/এএসএম