ভোটকেন্দ্রে আসার পথে মৌমাছির কামড়ে আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে ভোটকেন্দ্রে আসার পথে বিষাক্ত মৌমাছির কামড়ে ১০ ভোটার আহত হয়েছেন। রোববার দুপুর ১২টায় কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় বিষাক্ত মৌমাছির কামড়ে আহত হন, চরেরকান্দা গ্রামের কাশেম মিয়ার স্ত্রী ময়না বেগম ও তার শিশু ছেলে ইয়ামিন, একই এলাকার বাদল মিয়া, আকবর আলীর স্ত্রী সাফিয়া বেগমসহ ১০ জন।

আহত সাফিয়া বেগম বলেন, আমরা ভোট দিতে আসার পথে মালেক মিয়ার বাড়ির সামনে হঠাৎ করে কে বা কারা বিষাক্ত মৌমাছির চাকে ঢিল মারে। পরে বিষাক্ত মৌমাছির ঝাঁক আমাদেরকে কামড়ায়। তারপরও আমরা ভোট দিয়েছি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।