সন্ত্রাস দিয়ে সন্ত্রাস দমন করা যায় না: সুলতানা কামাল
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সন্ত্রাস দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। ২০০৪ সাল থেকে এসব বিষয়ে আমরা কথা বলে আসছি।
তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি কয়েকজন কর্মকর্তার ওপরেই শুধু নয়, সরকারের ওপরও বর্তায়। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না বলছে এটা আমার নির্দেশে হয় নাই, আমরা সরকার হিসেবে তাদেরকে একাজের দায়িত্ব দেই নাই। কিংবা আমরা তাদের কাছ থেকে জবাবদিহি নিয়েছি। তবে সরকার সেটাও এখন পর্যন্ত বলেনি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’ ও ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সাইদুর রহমান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, ফাউন্ডেশনের সহসভাপতি মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
সভায় সুলতানা কামাল বলেন, বর্তমান সরকার শুধুমাত্র উন্নয়নের কথাই বলছে, কিন্তু দেশে মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত গভীর সংকটে রয়েছে। মানবাধিকার সুরক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার কেবলমাত্র উন্নয়নের কথা বলে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সাম্য, মর্যাদা ও ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে। সেখানে উন্নয়নের বিষয়টি জোরালো নয় উল্লেখ করে তিনি আরও বলেন, সম্প্রতি ঝালকাঠিতে লঞ্চের ইঞ্জিনে আগুন লেগে কতগুলো প্রাণ চলে গেল। দেশে এ ধরনের কোনো ঘটনা ঘটলে সরকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়ে দায় সারতে চায়।
সরকারকে উদ্দেশ্য করে সুলতানা কামাল আরও বলেন, মানবাধিকার উন্নয়নের বিভিন্ন কাজ করতে না পেরে তারা কেবল সড়কসেতু নির্মাণ করেছেন বলে প্রচার করছেন। মানবাধিকার উন্নয়নে তারা কোনো কাজ করছেন না উল্লেখ করে তিনি বলেন, তাহলে আপনারা চেয়ারে বসে আছেন কেন? জনগন কেনই বা আপনাকে ভোট দেবে?
আহসানুর রহমান রাজীব/কেএসআর