এক ইউপিতে জামানত হারাচ্ছেন ৬ চেয়ারম্যান প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৯ ডিসেম্বর ২০২১

চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয় চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরীফ উদ্দিন আহমেদও রয়েছেন।

কাহারোল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত দিনাজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে ফজল বলেন, কোন প্রার্থী যদি প্রাপ্ত ভোটের ৮ শতাংশ না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তার জামানতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তবে জামানত বাজেয়াপ্ত হওয়ার অর্থ খুব বেশি নয়, মাত্র ৫ হাজার টাকা।

চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর দিনাজপুরের ৩টি উপজেলার মোট ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার ছিল ২১ হাজার ৫৮ জন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯টি কেন্দ্রে ১৭ হাজার ৯৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জামানত টিকিয়ে রাখতে হলে প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এক হাজার ৪৩৬ ভোট পেতে হবে। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরীফ উদ্দিন আহমেদ পেয়েছেন ৭০৩ ভোট।

শুধু নৌকা প্রতীকের প্রার্থীই নন, ওই ইউনিয়নে তিনি ছাড়াও আরও ৫ জন চেয়ারম্যান প্রার্থী জামানত টিকিয়ে রাখতে পারছেন না। তারা হলেন- টেবিল ফ্যান প্রতীকের দেবদত্ত রায় (প্রাপ্ত ভোট ৮৭), টেলিফোন প্রতীকের আবু রায়হান (প্রাপ্ত ভোট ২২৪), মোটরসাইকেল প্রতীকের ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৫৩), চশমা প্রতীকের বেলাল হোসেন (প্রাপ্ত ভোট ২৮) ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মনির হোসেন খান (প্রাপ্ত ভোট ৫৭)।

ওই ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হয়েছেন অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিক (প্রাপ্ত ভোট ৫৫৫৯)। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মতিয়ার রহমান পেয়েছেন ৫০৪৫ ভোট।

এমদাদুল হক মিলন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।