হাতকড়া পরা অবস্থায় হাসপাতাল থেকে পালালেন দুই ব্যক্তি
মানিকগঞ্জের সাটুরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হাতকড়া নিয়ে দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া দুজন হলেন- টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার এলাচি এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে শাহ আলম এবং একই উপজেলার গাজরা এলাকার আজমত আলীর ছেলে রাজিব মিয়া।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাটুরিয়ার ধানকোড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে যাওয়ার সময় কমলপুর এলাকার মানুষ শাহ আলম ও রাজিবকে আটক করে পিটুনি দেয়। এ সময় জখম হন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তাদের একজনের মাথায় আটটি সেলাই এবং আরেকজনের নাকে চারটি সেলাই করেন দায়িত্বরত চিকিৎসক। পরে তাদের চিকিৎসার জন্য থানার দুই কনস্টেবলকে পাহারায় রাখা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, হাসপাতালে পাহারায় থাকা পুলিশ সদস্যরা বাথরুমে যাওয়ার পর আটক দুজন কৌশলে হাতকড়া নিয়ে পালিয়ে যায়। তারা অসুস্থ থাকায় বেড়ের সঙ্গে হাতকড়া লাগানো ছিল না। তাদের ধরার চেষ্টা চলছে।
বি.এম খোরশেদ/এসজে/জিকেএস