কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ দিনের রিমান্ডে জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১
গ্রেফতার ইস্রাফিল হুদা জয়

কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার আসামি ইস্রাফিল হুদা জয়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ আদেশ দেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার জয়কে আদালতে তুলে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর শহরের কবিতা চত্ত্বর রোড সংলগ্ন একটি ঝুপড়ি ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের আবাসিক হোটেলে। দ্বিতীয় দফায় সেখানেও তিনি ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ২৩ ডিসেম্বর চারজনের নাম উল্লেখ এবং আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী।

ঘটনার পর মূল অভিযুক্তসহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। প্রধান আসামি আশিক ছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।