চুয়াডাঙ্গায় চার ইউনিয়নের সবকটিতে নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১:১১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
চার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার চার ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) এসব ইউনিয়নে ভোটগ্রহণ শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে কুতুবপুর ইউনিয়নে আলী আহমেদ হাসানুজ্জামান মানিক নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩৫ ভোট, মোমিনপুর ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন রতন নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৪৬ ভোট, আলুকদিয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২১৩ ভোট, পদ্মবিলা ইউনিয়নের মো. আলম মণ্ডল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫১৮ ভোট।

সালাউদ্দীন কাজল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।