মৌলভীবাজার কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

মৌলভীবাজার কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত হাজতির নাম সোলেমান হোসেন মনা (৪০)। তিনি মাদক মামলার আসামি ছিলেন। তিনি রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের আব্দুল মালিকের বড় ছেলে।

জেল সুপার আনোয়ারুজ্জামান হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্রে জানা গেছে, বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মনা। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কারাগারে বুকে ব্যথা অনুভব করেন মনা। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান।

খারপাড়া গ্রামের ইউপি মেম্বার দেলওয়ার হোসেন বলেন, মনার মৃত্যুর সংবাদ শুনেছি। বিকেলে তার মৃতদেহ গ্রামে আনা হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আব্দুল আজিজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।