‘এবার গুলি বুকে যাবে, সবাই প্রস্তুত থাকুন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০২ জানুয়ারি ২০২২
ছাত্র সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি নেতা আমান উল্যাহ আমার

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য ২০২২ সাল হবে পরিবর্তনের, ভোটাধিকার প্রতিষ্ঠার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

রোববার (২ জানুয়ারি) দুপুরে বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, ‘২০২২ সাল হবে শেখ হাসিনার পতনের। খালেদা জিয়ার মুক্তির, তারেক রহমানকে ফিরিয়ে আনার। এজন্য এবার গুলি বুকে যাবে, গুলি নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকুন।’

সংগঠনের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আলহাজ মোশারফ হোসেন এমপি, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, মাহবুবুর রহমান হারেজ, এম আর ইসলাম স্বাধীন, আলী হায়দার তোতা, হামিদুল হক চৌধুরী হিরু, তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, খাদেমুল ইসলাম, সাজিদ হোসেন বাবু, আজিজুল হক প্রমুখ।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।