‘খালেদা জিয়ার চিকিৎসাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করছে বিএনপি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০২ জানুয়ারি ২০২২

বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি কখনো দেশের উন্নয়ন চায় না। তাদের সব ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২ জানুয়ারি) বিকেল ৪টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাধানগর ঘাটে বাহাদুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন। শেখ হাসিনা হাসলে এ দেশ হাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দেশের উন্নয়নের জন্য বেঁচে থাকতে হবে।’

এসময় নওগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, যুগ্ম-সম্পাদকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে খাদ্যমন্ত্রী রাধানগর ঘাটে শিব নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২৯২ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের শুভ উদ্বোধন করেন।

আব্বাস আলী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।