উদ্বোধনের দুই ঘণ্টা পরই শেষ শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০২২
কিশোরগঞ্জের ভৈরবে সীমিত পরিসরে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

কিশোরগঞ্জের ভৈরবে উদ্বোধনের দুই ঘণ্টা পরই শেষ হয়েছে প্রথমদিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বিকেল ৫টায় মেলা শেষ হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা আগেই দুপুর ২টার দিকে মেলা শেষ হয়ে যায়।

এর আগে সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। ৪৩তম এ মেলার আয়োজক উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

jagonews24

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া।

jagonews24

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ১০টি স্টল বানিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। স্টলগুলোতে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে বসে আছেন শিক্ষার্থীরা। তবে ১০টি স্টলের মধ্যে দুটি স্টলে শুধু ব্যানার আছে, কোনো শিক্ষার্থী নেই।

jagonews24

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম বলেন, দুই দিনব্যাপী ৪৩তম বিজ্ঞান মেলা আজ থেকে শুরু হয়েছে। করোনার কারণে বাইরে খোলা মাঠে মেলার আয়োজন না করে উপজেলার অডিটোরিয়ামে সীমিত পরিসরে মেলার আয়োজন করা হয়েছে। প্রথমদিন দুপুর ২টায় মেলা শেষ করা হয়েছে। আগামীকাল সঠিক সময়ে মেলা শুরু হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।