বিদ্রোহী প্রার্থীর সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০২২

গোপন ষড়যন্ত্রের পর এবার কুষ্টিয়ায় নৌকার বিরুদ্ধে সরাসরি মাঠে নামলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। রীতিমতো বিদ্রোহী প্রার্থীর সভায় যোগ দিয়েছেন তারা। কুষ্টিয়া সদরের হাটশ হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

এ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী এম এ সম্পা মাহমুদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের পক্ষে অবস্থান নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মণ্ডল ও সাধারণ সম্পাদক আরিফ ফরাজী।

সোমবার দুপুর ১২টায় আব্দুর রশিদের নির্বাচনী ক্যাম্পে সভায় যোগ দেন। আব্দুর রশিদ তার নিজের ফেসবুকে ছবিসহ সেই পোস্ট করলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনাও।

নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আব্দুর রশিদকে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল ৫ জানুয়ারি। এ ধাপে হাটশ হরিপুর ইউনিয়নসহ সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। সোমবার প্রচারণার শেষ দিন ছিলো।

হাটশ হরিপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এম এ সম্পা মাহমুদ বলেন, আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। সেই প্রতীক নৌকা ডোবাতেই তৎপর হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল ও সাধারণ সম্পাদক আরিফ ফরাজী। প্রথম দিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণার কথা বলে তারা প্রতিদিন লাখ লাখ টাকা নিয়েও এখন নৌকার বিরোধিতা করছেন। আজ বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন তারা। তাদের এমন কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে।

অভিযোগের বিষয়ে হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল বলেন, কয়েকদিন হলো নৌকার প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নৌকার পক্ষে তিনি এখনো মাঠে কাজ করছেন। নির্বাচনী প্রচারণা চালানোর সময় রশিদ ভাইয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন তিনি ডেকে এককাপ চা খাওয়ার আমন্ত্রণ জানান। এর প্রেক্ষিতে শুধু এক কাপ চা খেয়েছি, এর বাইরে কিছু নেই।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, নৌকার বিরোধিতা করলে তিনি বহিষ্কার হবেন এটা নিশ্চিত।

এর আগে ২৫ ডিসেম্বর বটতৈল ইউনিয়নে নৌকার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুকের গোপন ভিডিও ফাঁস হলে হৈ চৈ পড়েছিল।

আল-মামুন সাগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।