কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ: আশিকের তিন দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণে প্রধান অভিযুক্ত আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল মনসুর সিদ্দীকির আদালত (সদর) এ রিমান্ড মঞ্জুর করেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার আশিককে এ মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর পর সোমবার সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার তার রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই নারীর স্বামী ৪ জনের নাম ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।

আশিক ছাড়া গ্রেফতার অপর ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় পুলিশ। সর্বশেষ আশিককেও ৭ দিনের রিমান্ড চায় তদন্ত দল।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।