যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পতাকা ওড়ানো কনাকে সংবর্ধনা
বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্র সফর করা মাহমুদা কনাকে সংবর্ধনা দিয়েছে মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে মাগুরা তিন নম্বর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, কনা আজ দেশের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে সফর করেছে। তার এ সফর ছিল সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে। কনা সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়েছে । তার সাংস্কৃতিক চর্চায় কণ্ঠবীথির অবদান ছিল সর্বাগ্রে। সে হিসেবে শুধু কণ্ঠবীথি নয়, সমগ্র মাগুরাবাসী আজ গর্বিত।
অনুষ্ঠানে কনা যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে তার জীবনে কণ্ঠবীথির অবদান ব্যাখ্যা করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
খান রকিবুল হকের সভাপতিত্বে এবং কণ্ঠবীথির আহ্বায়ক মাজহারুল হক লিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোখলেছুর রহমান, আব্দুর রমিমসহ সংগঠনের সদস্যরা।
যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তিতে মাগুরার মেয়ে মাহমুদা কনা বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে দেশটিতে সফর করেন। সফর শেষে ১০ ডিসেম্বর দেশে ফেরেন।
এসজে/এএসএম