চিকিৎসা শেষে বনে অবমুক্ত সজারু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
বনে অবমুক্ত হয় সজারু

পটুয়াখালীর কুয়াকাটায় একটি অসুস্থ সজারুকে দীর্ঘদিন চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্টের জঙ্গলে সজারুটি অবমুক্ত করেন ইলিশ পার্কের বন্যপ্রাণী নোঙ্গরখানা কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় ও অনেক পর্যটক সজারুটিকে দেখতে আসে।

কুয়াকাটা ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে বলেন, গত তিন মাস আগে এ সজারুটিকে একটি রাখাইন অধ্যুষিত এলাকা থেকে অসুস্থ অবস্থায় আমরা উদ্ধার করি। পরে দীর্ঘদিন চিকিৎসা শেষে আজকে আমাদের লোকজন এটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করে দিয়ে আসে।

jagonews24

তিনি আরও বলেন, এর আগেও প্রায় ১৯টি বন্যপ্রাণী আমরা চিকিৎসা করে বনে অবমুক্ত করেছি। এ পার্কে আলাদা এ নোঙ্গর খানা তৈরি করা হয়েছে শুধু বন্যপ্রাণীদের জন্য। যাতে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া অসুস্থ প্রাণীগুলোকে এখানে চিকিৎসা করে বনে অবমুক্ত করতে পারি।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আ. সালাম জাগো নিউজকে বলেন, এ অঞ্চলে সজারু দেখা যায় না বললেই চলে। তবে আজকে যে সজারুটিকে দীর্ঘদিন চিকিৎসা করানোর পরে অবমুক্ত করেছে যারা তাদের ধন্যবাদ জানাই। এখানে আমাদের বনবিভাগের যারা দায়িত্বে আছে তাদের প্রতি নির্দেশ দেওয়া আছে, যেন সজারুটির প্রতি নজর রাখে। যাতে কেউ এটাকে শিকারে চেষ্টা না করে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।