নরসিংদীতে বিদেশি রিভলবার-গুলিসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২২

নরসিংদীতে র‌্যাবের পৃথক দুই অভিযানে দুটি বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শহরের ব্রাহ্মণপাড়া ও নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-শহরের কাউরিয়াপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে প্রিন্স আহমেদ (২২), ঘোষপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে খায়রুল আহমেদ (২০) ও নাগরিয়াকান্দি এলাকার মৃত হবিল মিয়ার ছেলে আসিফ মিয়া (২১)।

jagonews24

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১১ নরসিংদীর কমান্ডার লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস দল পৌর শহরের ব্রাক্ষণপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাউরিয়াপাড়া এলাকার প্রিন্স আহমেদ ও ব্রাহ্মণপাড়ার (ঘোষপাড়া) খায়রুল আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ভোর ৪টার দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালন করে আসিফ মিয়াকে গ্রেফতার করা। তার কাছ থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলভার উদ্ধার করে র‌্যাব।

jagonews24

র‌্যাব-১১ নরসিংদীর কমান্ডার লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতার আসামিরা আশপাশের এলাকার চিহ্নিত অস্ত্রধারী। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। তারা বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করতেন। আসামিদের নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সঞ্জিত সাহা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।