ঘন কুয়াশায় ব্যালটপেপার পৌঁছায়নি মানিকগঞ্জের ৫ কেন্দ্রে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৫ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুর উপজেলার ২১টি ইউনিয়নে পঞ্চম ধাপে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৫ কেন্দ্রে এখনও ব্যালটপেপার পৌঁছায়নি।

বুধবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কেন্দ্রগুলোতে ব্যালটপেপার পৌঁছায়নি। ভোটকেন্দ্রে অপেক্ষা করছেন ভোটাররা।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঘন কুয়াশার কারণে ওই কেন্দ্রগুলোর ব্যালটপেপার বহনকারী ট্রলার দিক হারিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে। সেটি উদ্ধারের জন্য অন্য ট্রলার পাঠানো হয়েছে। ব্যালটপেপার আসার পর নির্ধারিত সময়ের মধ্যে ভোটাররা ভোট দিতে পারবেন।

বিএম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।