ভোটারদের কেন্দ্রে যেতে বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য এলাকার বাসিন্দাকে ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এসময় একাধিক অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর-বিজেশ্বর সড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, রামরাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিজেশ্বর এলাকার ৩ জন ও বিয়াল্লিশ্বর এলাকার একজন প্রার্থী রয়েছে। তবে দুই এলাকার ভোটারদের ভোটকেন্দ্র বিজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বুধবার সকালে বিয়াল্লিশ্বরের ভোটাররা অটোরিকশায় বিজেশ্বর ভোটকেন্দ্রে আসার সময় হামলা করে ভাঙচুর করা হয় ২টি অটোরিকশা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম আসে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, কোনো ভোটারকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার সুযোগ নেই। খোঁজ নিয়ে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবুল হাসনাত/এফএ/জেআইএম